স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সারা জেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমে গতিশীলতা আনয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে স্বেচ্ছাসেবী ও মানবসেবী হিসেবে গড়ে তুলতে যুব রেড ক্রিসেন্টকে সক্রিয়া করা হচ্ছে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি, প্রতিষ্ঠান প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট সার্বিকভাবে সহযোগিতা করে যাবে।
সোমবার বিকেলে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম গতিশীলতা আনয়নের লক্ষ্যে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউদ্দিন।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায়, শহীদুল্লা মাস্টার, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ ভৌমিক, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব ওয়ালি খান, আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন। সভা পরিচালনা করেন চাঁদপুর রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার আহমদ আলী।