পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-৩ আসনের (চাঁদপুর সদর ও হাইমচর) সবস্তরের জনগনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শাখার সভাপতি ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান। বৃহষ্পতিবার এক বানীতে এ শুভেচ্ছা জানান।
এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান বলেন, রমজানে মাসব্যাপী সিয়াম সাধানা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোসলমানদের জন্য এক আনন্দঘন দিন, এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে সাড়া বাংলায়। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, চাঁদপুর ৩ আসনের (চাঁদপুর সদর ও হাইমচর) সর্বস্তরের জনগনের সুখ- শান্তি, কল্যান ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি পবিত্র কাবা শরিফের তোওয়াব করে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে পবিত্র ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
রেদওয়ান খান বোরহান আরো বলেন, আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি -খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্নতায় ভরে উঠুক। ব্যক্তি-পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আর্ত শুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেল বন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।