স্টাফ রিপোর্টার : আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎসজীবি লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, হাইমচর ও সদর আসনের সবচেয়ে জনপ্রিয় মূখ, জননন্দিত জননেতা আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেছেন, উন্নত বাংলাদেশ গঠনে ও ভিশন-২০৪১ বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি বুধবার সন্ধ্যায় হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে চাঁদপুরের শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শিঘ্রই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্মে মানুষের বসবাস রায়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশে সকল মানুষের ধর্ম-কর্ম পালনের সুযোগ সৃষ্টি করেছে। আমরা চাই সকল মানুষই এদেশে তার ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করুক।
তিনি বলেন দেশের মানুষ বিএনপি জামায়াতের জ্বাালও পোঁড়াও আর দেখতে চাইনা।ধংসের রাজনীতি মানুষ পছন্দ করে না। মানুষ চাই শান্তি। তাই দেশের মানুষ উন্নত বাংলাদেশ গঠনে আবারো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চাই।
তিনি বুধবার বিকেলে বাবুরহাাট বাজারে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ, সন্ধ্যায় নতুন বাজার আহমদিয়া জামে মসজিদে মাগরিব নামাজ শেষে নৌকা মার্কার সমর্থনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
এর পর তিনি নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়ার দূর্গা মন্ডপ পরিদর্শন, রহমতপুর কলোনীর উদয়ন ক্লাবে যুব সমাজের সাথে কুশল বিনিময়, স্বর্ণখোলা হরিজন মন্দির, মঠখোলা কালি মন্দির, কালি মন্দির, বাবুরহাট রমেশ দের বাড়ী , কুলু দা প্রসাদের বাড়ী দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
গনসংযোগ ও দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, জেলা তরিকত ফেডারেশনের সাধারন সম্পাদক মাওঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা যুব সেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান মাইজা, সাধারন সম্পাদক জাকির হোসেন রাজা, শাহ্ মাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শামসুজ্জামান পাটোয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীয়া বিয়ষক সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, ১৩নং ওয়ার্ড আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি মোঃ রাজু বরকন্দাজ, সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির খান, সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের মৎসজীবিলীগ নেতা জাকির হোসেন খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাকিম গাজী সহ আওয়ামীলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।