নৌকা মার্কায় রেদওয়ান খান বোরহানের গনসংযোগ

কাউছুল উল রাব্বি : আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে চলছে রেদওয়ান খান বোরহানের ব্যাপক গনসংযোগ।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহান গত ১ বছর ধরে চাঁদপুর ৩ আসনের অলিতে-গলিতে. পাড়া- মহল্লা, শহর ও গ্রামে চষে বেড়াচ্ছে আগামী সংসদ নিবাচনের নৌকা মার্কায় ভোট চেয়ে।

তারই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই বিকালে চাঁদপুর সদরের ৮নং বাগাদী ইউনিয়নের ঢালীর বাজার, বাগড়া বাজার, চৌরাস্তা, বাশতলী, সাহেব বাজার ও পশ্চিম সকদী মসজিদ মাদ্রাসা এলাকায় নৌকা মার্কার ব্যাপক গনসংযোগ করেছে রেদওয়ান খান বোরহান। এ সময় পশ্চিম সকদী মসজিদ মাদ্রাসা এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

গনসংযোগে আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের সাথে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী নেতা সামসুজ্জামান পাটওয়ারী, হাইমচর উপজেরা মৎসজীবী লীগের সভাপতি মাহমুদুর রহমান উজ্জল, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, ১৩নং হানারচরের সাবেক মেম্বার মোঃ মহাসিন, ৮নং মৈশাদীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহমেদ, চাঁসক ছাত্রলীগ নেতা হৃদয়, শেখ রিয়াদ, জাকির তালুকদার প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment