চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর রোগমুক্তি কামনায় শুক্রবার (২৭ জুন ) সদর উপজেলার শাহতলীসহ শহরের বিভিন্ন মসজিদে জু’মার নামাজের সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বিশেষ করে শাহতলী কামিল মাদ্রাসা জামে মসজিদ,শাহতলী স্টেশন দরগা জামে মসজিদ ও শাহতলী জিলানী চিশতী কলেজ জামে মসজিদে অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর আশু রোগমুক্তি কামনায় দোয়া কামনা করা হয়।
জানা গেছে,অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর বর্তমান আশংকাজনক। তাকে ঢাকায় বেসরকারী হাসপাতালে চিকিসাধীন রয়েছে ।