চাঁদপুর রোটারী বর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্র্টার ॥ পহেলা জুলাই রোটারী বর্ষ উদযাপন উপলক্ষে চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাবের আয়োজনে র‌্যালি, স্বেচ্ছায় রক্ত দান ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।

১ জুলাই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে রোটারী বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের ১শ ৯৪টি দেশে সেন্টাল রোটারী ক্লাবের সেবাদান কার্যক্রম পালন করা হচ্ছে। চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাব চাঁদপুর অসহায় মানুষের সেবা দান করে যাচ্ছে।

সেন্টাল রোটারী ক্লাব নিভে যায় না তারা আলো ছড়ায়। আজকে রোটারী বর্ষের যেই কর্মসূচি পালন করা হচ্ছে তা সত্যিই অসহায় মানুষদের সেবা দানে কাজ করা হচ্ছে। আমরা চাই সেন্টাল রোটারী ক্লাবের প্রতিটি সামাজিক সংগঠন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াক। আমি রোটারী ও সেন্টাল রোটারী ক্লাবের সকল কর্মকা-ে অংশগ্রহণ করব।

চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাবের ২০১৮-২০১৯ সালের সভাপতি রোটারিয়ান নূরুল আমিন খান আকাশের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটাঃ আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোটাঃ পিপি শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ পিপি মোঃ জামাল হোসেন, রোটাঃ পিপি শরীফ মোঃ আশরাফুল হক, রোটাঃ পিপি মোঃ আলমগীর পাটওয়ারী, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পোদ্দার, রোটাঃ মোঃ শবেবরাত সহ রোটারী সেন্টাল রোটারী ক্লাবও রোটারীক্লাবের সদস্যরা।

রক্তদান কর্মসূচির সহযোগিতায় ছিলেন অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ ও সূর্যের হাসি ক্লিনিক চাঁদপুর।

একই রকম খবর

Leave a Comment