ইব্রাহীম খান : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে অবস্থিত মেঘনা ও মেঘনার পাড় আশ্রয়ন প্রকল্পে পূনর্বসিতদের পেশা ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আশ্রয়ন ২ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার (৫ আগস্ট) এ প্রশিক্ষনের আনুষ্ঠনিক ভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন।
এসময় তিনি বলেন,বর্তমান সরকার আশ্রয়ন প্রকল্পে যারা রয়েছে তাদের কর্মসংস্থান গড়া ও সকল প্রকার সূযোগ সূবিধা দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। যাতে করে দেশের প্রতিটি মানুষ অার্থিক ভাবে স্বাবলম্বি হতে পারে। এ জন্যই আজকের এই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। যাতে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের কর্মময় জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলতে পারেন। এজন্য সরকার আপনাদেরকে সহজ শর্তে অর্থের যোগান দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তাই এখন থেকেই আপনারা কর্মমূখি হয়ে আর্থিক স্বচ্ছতা লাভ করুন। পাশাপাশি আপনাদের সন্তানদের স্কুলে পাঠান। যাতে তারা আগামি দিনের যোগ্য নাগরিক হিসেবে হড়ে উঠতে পারে। এসময় আশ্রায়নে লোকদেরকে সতর্ক করে বলেন এখানে যার যার নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে সেই ঘর অন্য করো কাছে বিক্রি করা যাবে না। এখানে আপনারা সবাই একটি সম্প্রদায়ের মতো। তাই এই সম্প্রদায়কে আপনাদেরকেই এগিয়ে নিতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান। যুব উন্নয়ন চাঁদপুর সদরের ক্রেডিট অফিসার আনোয়ার হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও কোর্স কো অর্ডিনেটর মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, ক্রেডিট সুপার ভাইজার আব্বাস উদ্দিন, দলিল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক মাঝি প্রমূখ।