চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ১০ লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোটরাবাদ গ্রামে বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশে চাঁদপুর মডেল থানার এএসআই আনোয়ারের নেতৃত্বে ঘটনাস্থলে যান ।
ঘটনাস্থলে গিয়ে এসএসআই আনোয়ার বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং কনের বাবার কাছ থেকে ১৮ বছর না হওয়ার পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মুচলেকা নিয়ে আসেন। কনে ১০ লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোটরাবাদ গ্রামের দুদু মৃধার মেয়ে সানজিদা আক্তার দিনা (১৬)। সে নবম শ্রেণির ছাত্রী। তার বর্তমান বয়স ১৬ বছর ১ মাস ৫ দিন। পরবর্তীতে কনের বাবার কাছ থেকে ১৮ বছর না পর্যন্ত বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে আসা হয়।
এবিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই আনোয়ার জানান, জাহেদ পারভেজ চৌধুরী স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থলে যাই। পরে কনের বয়স কম হওয়ায় বাল্যবিবাহ হবে না মর্মে কনের পিতা মুচলেকা দেন।
এবিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, ৯৯৯ সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোটরাবাদ গ্রামে বাল্যবিবাহ হয় মর্মে সংবাদ পাই। পরে পুলিশ ফোর্স পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেই। কনের বাবার ১৮ বছর না পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মুচলেকা দেয়।