চাঁদপুরে ২ লঞ্চের চাপায় যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর নৌ-টার্মিনালে (লঞ্চঘাটে) লঞ্চ থেকে লাফিয়ে নামার সময় ২ লঞ্চের মাঝখানে চাপা পড়ে গার্মেন্টের্স শ্রমিক রবিউল ইসলাম প্রকাশ আলমগীর (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। চাঁদপুর মডেল থানা উপ-পরিদর্শক মো: ইসমাইল হোসেন জানান, বুধবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে লাশ ময়না তদন্ত ছাড়া তার স্ত্রী কুলসুমা বেগম,নিহতের শ্বশুর,চাচা,ভাই,বোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে চাঁদপুর নৌ-টার্মিনালে (লঞ্চঘাটে) এ দূর্ঘটনা ঘটে। নিহত আলমগীর বাগেরহাট জেলার উওর ফুলহাতা মোড়লগঞ্জ এলাকার মৃত আবুল কালাম খলিফার ছেলে। চাঁদপুর মডেল থানা উপ-পরিদর্শক মো: ইসমাইল হোসেন জানান,নিহত আলমগীর ঈদের পরে স্ত্রী কুলসুমা বেগমকে চট্রগ্রাম রেখে তার শ্বশুর বাড়ী ভোলায় য়ায়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম যাওয়ার জন্য লঞ্চে উঠে। চাঁদপুর লঞ্চ ঘাটে আসার পর চট্রগ্রাম যাওয়ার ট্রেন মেঘনা এক্যপ্রেস ট্রেনের সময় হাতে ১৫ মিনিট থাকায় সে তারাহুড়া করে নামার জন্য লঞ্চের সিড়ি দিয়ে নানেমে উপর থেকে নামার জন্য লাফ দেয়। এতে করে সে ২ লঞ্চের মাঝখানে পড়ে মাথায় ও শরীরে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। তাৎক্ষনিক লঞ্চ ঘাটের লোকজন তাকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আলমগীরের আত্বীয় স্বজন দুপুরে চাঁদপুর এসে পৌছলে তারা লঞ্চের বিরুদ্বে মামলা করবেনা এবং লাশ ময়না তদন্ত ছাড়া নেওয়ার জন্য চাঁদপুরের এডিএম এর কাছে লিখিত আবেদন করে। চাঁদপুরের এডিএম এর অনুমতি ক্রমে ময়না তদন্ত ছাড়া লাশটি লঞ্চ যোগে বুধবার রাতে বাগেরহাট জেলায় নিয়ে যায়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এমভি জাহিদ-৮ নামক লঞ্চটি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে ভিড়তেছিলো। ওই সময় ওই লঞ্চের যাত্রী রবিউল লঞ্চ থেকে দ্রæত নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তখন জাহিদ-৮ লঞ্চটি ঘাটে ভিড়তে গেলে অপর রফ রফ লঞ্চের উপর পড়েন রবিউল। তার মাথায় ও শরীরে মারাত্মক আঘাত লাগে। পরে লঞ্চঘাটের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই কর্মকর্তা আরো জানান, নিহত রবিউল ঘটনার সময় চট্টগ্রামে ট্রেনের যাওয়ার জন্য দ্রæত নামার চেষ্টা করে। কারণ ৫টায় চট্টগ্রামের ট্রেন মেঘনা এক্যপ্রেস চাঁদপুর থেকে ছেড়ে যায়। পরে রবিউলের বাড়িতে খবর দেয়ার পর তার আত্বীয় স্বজন চাঁদপুর এসে তার লাশ বাগের হাটে নিয়ে যায়।

একই রকম খবর

Leave a Comment