চাঁদপুর মেঘনায় লঞ্চের ধাক্কায় জাহাজ ডুবি

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আব এ জম জম-১ লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি বালুবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

রোববার(৩০ সেপেটম্বর) বিকেলে চাঁদপুর বড়স্টেশন ত্রি-নদীর মোহনায় প্রচন্ড ঘূর্ণিস্রোতে মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বালির জাহাজের ৫ জন কর্মী আহত হয়েছে।

বড়স্টেশনে প্রত্যক্ষদর্শীদের জানান, ‘বড়স্টেশন মোলহেড দিয়ে চরভৈরবি থেকে আসা এমভি আব এ জম জম-১ লঞ্চ মোহনার কাছে আসলে, বিপরীত পাশ থেকে একটি বালির জাহাজ আসছিলো কিন্তু তীব্র স্রোতের কবলে পড়ে জাহাজটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে করে সাথে সাথে বালির জাহাজটি তলিয়ে যায়।’

এদিকে জাহাজে থাকা ৫ জন নদীতে ঝাঁপ দেয়। পরে আসপাশেন নৌকা এসে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

একই রকম খবর

Leave a Comment