মাসুদ হোসেন : লবনের দাম বৃদ্ধি হবে এমন গুজব ছড়িয়ে পরে সারা বাংলাদেশে। তারই অংশ হিসেবে চাঁদপুরও কোন অংশে কম নয়। সেই গুজব কাজে লাগিয়ে ফায়দা লুটছেন কিছু কিছ অসাধুু ব্যবসায়ীরা।
ভোক্তাদের কাছ থেকে বেশী দামে বিক্রি করছেন স্বল্প দামী এ লবন। মোটা লবনের কেজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে মূল্য তালিকা টানানোরও নির্দেশ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে তার দল বাজারে বিভিন্ন দোকানে অভিযান শুরু করে বেশি দামে লবণ বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দ্রুত বাজার নিয়ন্ত্রণে চলে আসেন তিনি।
লবনের দাম কেজি প্রতি ৮০ টাকা রাখায় মাষ্টার বাজারের ভাই ভাই ষ্টোরের মালিক মফিজুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আসছে শুনে পার্শ্ববর্তী বাড়িগুলোর লবন ক্রেতারা ছুটে আসেন অভিযোগ জানাতে। সেই সাথে একজন ক্রেতা ৮০ টাকা দিয়ে কেনা ৩ কেজি লবন সাথে করে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে।
তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন এর নির্দেশনায় লবনের নির্দিষ্ট মূল্য রেখে বাকী টাকা ফেরত দেওয়া হয় ঐ ক্রেতাকে।
এছাড়াও লবনের মূল্য বৃদ্ধি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় আরো ২ প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোবারক ষ্টোরের মালিক জুয়েল শেখকে ১ হাজার ৫’শ টাকা ও মুনসুর ষ্টোরের মালিক মুনসুর আহমেদকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন জানান, কেউ যদি গুজব ছড়িয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করার অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।