চাঁদপুর হাকিম প্লাজার লাকি কুপন ড্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে ‘লাকি কুপন লটারি ২০১৮’ শুক্রবার বেলা ১১ টায় হাকিম প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে দু’শ ক্রেতাকে পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।

অনাড়ম্ব ও আনন্দঘন পরিবেশে সকল ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতি, সাংবাদিক, সুধি ও অধিকাংশ ক্রেতাদের উপস্থিতিতে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়।

১ম পুরস্কার ১টি মোটর সাইকেল যার কুপন নম্বর -৩১২৪৬,২য় পুরস্কার ১টি ফ্রিজ যার কুপন নম্বর-৬৬৯৭২ ও তয় পুরস্কার ১টি এলসি টিভি যার নম্বর-৫৯৬৮৮। বাকি ১৯৮টি পুরস্কারের নম্বর হাকিম প্লাজায় সামনে টানানো বোর্ডে পাওয়া যাবে।

ব্যবসায়ী সমিতির সভাপতি মো.সফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।

সাধারণ সম্পাদক আ.মোতালেব মিলনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মার্কেটের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,মার্কেট পার্টনার অ্যাড.এ কে এম মোস্তফা কামাল, সম্মিলিত ব¯্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক হাজী মীর মোহাম্মদ আলী।

প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর সরাসরি তত্ত্বাবধায়নে ১ম, ২য় ও ৩ য় পুরস্কার বিজয়ীদের কুপন ছোট্ট একটি শিশুর মাধ্যমে ড্র শেষে কুপনের পেছনে তিনি অটোগ্রাফ দেন।

প্রসঙ্গত, চাঁদপুরে হাকিম প্লাজায় ৮৮ জন ব্যবসায়ী বিগত ক’বছর ধরে ক্রেতাদের দৃষ্টি আর্কষণে ও প্রতিযেগিতামূলক শপিং সেলস বাড়াতে লাকি কুপনের ব্যবস্থা করে থাকেন।

একই রকম খবর

Leave a Comment