বাকিলায় জেলা লিগ্যাল এইড কমিটির জনসচেতনামূলক সভা

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জের বাকিলায় লিগ্যাল এইড কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাগ এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ‘‘ শীর্ষক জনসচেতনামূলক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আহসান তারেক। ইউনিয়নের কয়েক‘শ নারীর পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, জেলা লিগ্যাল এইডের কর্মকর্তা সদস্য, উপজেলা লিগ্যাল এইড এর কমিটি ও বাকিলা ইউনিয়ন লিগ্যাল এইডের সদস্য ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিতিতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তারেক আহসান বলেন, আমাদের এই কাজ গরীব মানুষের জন্য। গরীব ও অসহায় মানুষকে আইনী সহায়তা দেওয়াই আমাদের উদ্দেশ্য ।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তার কাযালয়ে আইনী সহায়তার জন্য যারা যাবেন তাদেরকে ঐ কর্মকর্তার পাশাপাশি আমরা সহযোগিতা করবো। লিগ্যাল এইডে যারা আইনী সহায়তা চাইবে তাদের সকল খরচ সরকার বহন করবে। অনুষ্ঠানের ব্যবস্থপনায় ছিলেন বাকিলা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারীর সভাপ্রধানে এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কমিটির চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল রশিদ মজুমদার।

বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ, বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূইয়া, জেলা লিগ্যাল এইড কমিটির সিনিয়র সহকারী জজ শুভ্রা চক্রবর্তী, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবদুল্লা আল মামুন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা ও চিকিৎসক ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মজিবুর রহমান, গীতা পাঠ করেন সুভাষ পাল, উপস্থিত ছিলেন বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ অমল ধরন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রনজিৎ রায় চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত) এম এ খালেক,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাঈনুদ্দিন মিয়াজী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম।

একই রকম খবর

Leave a Comment