স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান দলীয় নেতাকর্মী এবং এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার চারা গাছ রোপণ করেন। গতকাল সোমবার ও গত রবিবার দুই দিনব্যাপি ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি পালিত হয়।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহরাস্তির আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়, সূচিপাড়া ডিগ্রি কলেজ, নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, সূয়াপাড়া উচ্চ বিদ্যালয়, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়। হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং হাজীগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। এই দুই উপজেলার শতাধিক এমন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল- সবুজ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। কিন্তু ঘাতকরা তার আগেই সেই স্বপ্ন ব্যাহত করে দিয়েছে। তবে জাতির জনকের কন্যা আওয়ামীলীগ প্রধান, পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই আগামীদিনে হাজীগঞ্জ ও শাহরাস্তিবাসীকে নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান বলেন, গাছ যেমন আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, প্রকৃতিকে সাজিয়ে তোলে। তেমন-ই ৩০ লাখ শহীদের আত্মত্যাগে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এই গাছ আমাদের অনুপ্রেরণা যোগাবে।
এসময় ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমানের সাথে ছিলেন, জেলা পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির মজুমদার, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন তুষার, হাসান চৌধুরী, সফিউল আজম স্বপন, মিজানুর রহমান বিএসসি, আবু নাসের আদনান, জাকির হোসেন মিয়া, কাজী কবির হোসেন, আহসান মৃর্ধা, শফিকুল আলম মিরু, যুবলীগ নেতা জাকির হোসেন অন্তর, ছাত্রলীগ নেতা রফিকুর ইসলাম রকি, ঢাকা মহানগর তাঁতীলীগ নেতা আব্দুল করি মজুমদার, কুমিল্লা বিভাগীয় শ্রমিক পরিবহন লীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক প্রমূখ।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
ছবি আছে।