স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামি শনিবার (১৩ জুলাই) ১ দিনের সফরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসছেন।
শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মতলব উত্তরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ২ টায় মতলব উত্তরে উপস্থিত হবেন। বিকেল ৩টায় মতলব উত্তর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় যোগদান করবেন। বিকেল ৬ টায় মতলব উত্তর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮ টায় ঢাকায় উপস্থিত থাকবেন।