শহরের বিষ্ণুদী রোডে ভুমি সংক্রান্ত বিরোধে আহত-১

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডস্থ মজিদমুন্সি বাড়ীর মৃত নুরুল ইসলাম মুন্সির পুত্র কবির মুন্সিকে একই এলাকার আমিন মিজির পুত্র আরিফ মিজি,সোহেল মিজি, মৃতঃ ইউছুফ মিজির পুত্র মঞ্জিল মিজি, মতিন মিজি পুত্র সুমন মিজিসহ বেশ কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন মিলে বেদম মারধোর করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ কারি কবির মুন্সি জানায়, আমি দুই বছর পূর্বে বিষ্ণুদী রোডের যুগী বাড়ীর সামনে ৩ শতাংশ জমি একই এলাকার মহসিনের কাছ থেকে ৯লক্ষ ৩০হাজার টাকা ধার্য করে নগদ ৫লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বায়না দলিল করি।উক্ত ভুমিতে বাউন্ডারি দেওয়াল দিয়ে চারটি রুম একটি বাথরুম নির্মান করি।

কিন্তু আমি এই জমি খরিদ করার পর থেকেই উক্ত সন্ত্রাসীরা এই জমিটি তারা নিজেরা ক্রয় করার জন্য আমার উপর ক্ষিপ্ত হয়ে নানান ভাবে আমাকে হয়রানি করে আসছে।এমনকি আমার কাছে বিভিন্ন সময় চাদা দাবি করে আসছে।এই ঘটনাকে কেন্দ্র করে
মগংলবার রাত সারে ৯টায় আমি বাড়ী যাওয়ার পথে বিষ্ণুদী রোডের ব্রিজের মাথায় সুরুজের দোকানের সামনে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা উপর উল্লেখিত সন্ত্রাসীরা আমাকে ডাক দিয়ে দোকানে যেতে বলে। আমি সরল বিশ্বাসে সেখানে গেলে তারা আমার সাথে উক্ত ভূমির বিষয় নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়।

এক পর্যায়ে তারা সকলে মিলে দেশীয় অস্ত্র দারা আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আমাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। পরে আমি এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

খোজনিয়ে জানাজায় সন্ত্রাসীরা ঐ এলাকার ভুমিদর্স্যু হিসেবে পরিচিত।

কবির মুন্সি আরো জানায়, আমার উপর অন্যায় ভাবে এই হামালা কারীদের বিচারের দাবিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

একই রকম খবর