সাইদ হোসেন অপু চৌধুরীঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে দুলাল পাটওয়ারী বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বেশ ক’জন শ্রেষ্ঠ বাঙালী বুদ্বিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে।বিদেশী পর্যবেক্ষকদের মতে, স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা উঁচু করতে না পারে তা নিশ্চিত করতেই সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
পাকিস্তান হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর ও সহযোগী রাজাকার-আল বদর বাহিনীর সহযোগীতায় অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক সহ বেশ ক’জন খ্যাতনামা বুদ্বিজীবীকে একাত্তুরের ১৪ ডিসেম্বর বাসা- বাড়ি থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে। তিনি আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি কখনো থেমে থাকেনি। তারা স্বাধীনতার কয়েক বছর পর জাতির জনককে তারা স্বপরিবারে হত্যা করে। তারা ক্রমান্বয়ে সবাইকে হত্যা করার পরিকল্পনা করে।
তারা পাকিস্তানেরর চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আজকে তাদের কি পরিনতি হয়েছে, তারা আজকে ভিক্ষার ঝুড়ি নিয়ে ঘুরছে। আমরা তাদের প্রতিহত করেছি। ইতিহাস বুজতে হবে, অন্তরে লালন করতে হবে। আমাদেরকে এদেশ থেকে সকল অশুভ শক্তিকে রুখে দিকে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন বরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালানায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক মো. শাহআলম মিয়া, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, শিল্প ও বানিজ্য বিষয় সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ,
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহবায়ক আব্দুল মালেক শেখ, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আঃ হান্নান খান সবুজ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক ফারহানা মহিন রুমা পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এম এ হাসান লিটন, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, মোঃ তাজুল ইসলাম মিয়াজী।