চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান ও সফল ব্যবসায়ী এবং ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের (এমডি) ইঞ্জিনিয়র মো. শামসুজ্জামান নাসীম পর পর ৭তম বারের ন্যায় ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাননীয় বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের নিকট থেকে ইঞ্জি: মো: শামসুজ্জামান নাসীম এ সম্মাননা গ্রহণ করেন।
এদিকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান ও সফল ব্যবসায়ী এবং ঢাকা মাইক্রো ফাইবার গ্রæপের (এমডি) ইঞ্জিনিয়র মো. শামসুজ্জামান নাসীম পর পর ৭তম বারের ন্যায় ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।
জানা গেছে, পোশাক শিল্প রপ্তানীখাতে গুরুত্বপূর্ণ ভুমিকা ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৫ সালের সি আই পি(রপ্তানী) নির্বাচিত হওয়ায় মাইক্রো ফাইবার গ্রæপের কর্মকর্তা কর্মচারীরা ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান বি. এস. সি. ট্রেক্সটাইল টেকনোলজী) পি জি ডি (ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট) কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।