শাহতলীতে গ্রাম পুলিশকে প্রাণনাশের হুমমির ঘটনায় তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকায় মোবাইল চুরির মামলায় শাহতলী এলাকায় সফিক মাষ্টারের ছেলে মো: মোস্তাফিজুর রহমান সায়েমসহ ৪জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে । প্রাক্তন চেয়ারম্যান মরহুম রাজ্জাক তাপাদারের বাড়ীতে হাতেনাতে মোবাইল চুরির ঘটনায় উক্ত আসামীদের বিরুদ্বে মামলা দায়ের করা হয় ।

মামলার বাদী হলেন, প্রাক্তন চেয়ারম্যান মরহুম রাজ্জাক তাপাদারের স্ত্রী হাসিনা আক্তার । বর্তমানে আসামীরা জেলা কারাগারে আটক রয়েছেন । অপরদিকে মোবাইল চুরির মামলায় আসামীরা কারাগারে যাওয়ার পর থেকে আসামী পক্ষের পরিবারের পক্ষ থেকে শাহতলী গ্রামের গ্রাম পুলিশ আবুল বাশার গাজী (৩৪) ওরপে বাদশাকে প্রান-নাশের হুমকি দিয়ে যাচ্ছে ।

একের পর এক হুমকি দিচ্ছে মোবাইল চুরির মামলার আসামীরা । গ্রাম পুলিশকে প্রাননাশের হুমকির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রাম পুলিশ আবুল বাশার গাজীর প্রাননাশের ঘটনাটি দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত হলে মডেল থানা পুলিশের দৃষ্টি গোচর হয়। সেই প্রেক্ষিতে এ ঘটনায় গত ১২জুলাই মডেল থানা পুলিশ শাহতলী এলাকায় ঘটনাস্থল তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান।

সম্প্রতি শাহতলী এলাকায় মোবাইল চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী পক্ষ গ্রাম পুলিশ আবুল বাশার গাজীকে প্রান-নাশের হুমকি দিয়েছে । আসামী পক্ষ সন্দেহ করছে গ্রাম পুলিশ তাদেরকে ধরিয়ে দিয়েছে ।

সম্প্রতি শাহতলী এলাকায় সফিক মাষ্টারের ছেলে মো: মোস্তাফিজুর রহমান সায়েমসহ ৪জনের বিরুদ্ধে মোবাইল চুরির ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ সাহাতলী উচ্চ বিদ্যালয় পাশে অবস্থিত প্রাক্তন চেয়ারম্যান মরহুম রাজ্জাক তপাদারের বাড়ী থেকে হাতেনাতে সায়েমসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর আসামীরা হলেন,রাব্বি মিজি শাহতলী ,সাকিব মিজি শাহতলী,রনি বেপারী ভাটেরগাঁও চাঁদপুর সদর । মোবাইল চুরির মামলায় আসামীদের জামির না-মঞ্জুর করেছে আদালত ।উক্ত মামলার আসামীরা বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছেন । যতটুকু জানা গেছে,আগামী ১৯ জুলাই উক্ত আসামীদের জামিনের পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে । অপরদিকে গত ১২ জুলাই গ্রাম পুলিশ আবুর বাশার গাজীর শশুর শাহতলী নিবাসী মোঃ তাজুল মিজিকেও প্রানাশের হুমকি দিয়েছে । আসামী পক্ষ এ হুমকি দেয় । সে এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে । শাহতলী নিবাসী মোঃ তাজুল মিজি দৈনিক চাঁদপুর খবরকে জানায়,আসামী পক্ষ আমার মেয়ের জামাই আবুল বাশার গাজী ও আমাকে মিথ্যা মামলায় আদালতে নিয়ে ছাড়বে । আমাকে দেখে নিবে । এ ছাড়াও এ মামলার সাক্ষী আনোয়ার মিজির স্কুল পড়–য়া মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকি দেয় আসামী পক্ষ । তার মেয়ে সাহাতলী উচ্চ বিদ্যালয়ে পড়ে ।

জানা গেছে,শাহতলী এলাকায় গত একমাসে অর্ধশতাধিক মোবাইলসহ নানা চুরির ঘটনা ঘটেছে । এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে । অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মোবাইল চোরের চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । পুলিশের এ অভিযানকে শাহতলী এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে । সেই সাথে চুরিকৃত মোবাইল উদ্ধারের দাবী জানিয়েছে এলাকাবাসী ।

গ্রাম পুলিশ আবার বাশার গাজীকে প্রাননাশের ঘটনায় মডেল থানা পুলিশ আইনী ব্যবস্থা গ্রহন করবেন বলে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।

একই রকম খবর

Leave a Comment