ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহতলীতে জাহিদের অকাল মৃত্যু

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ি নিবাসী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সীর শ্যালক মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) ২৪ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরা বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…..রাজিউন)। তার এই অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ২৮বছর। তিনি মৃত্যকালে ১বোন, ১ ভাই ও ভগ্নিপতি রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ২৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ঘটিকায় শাহতলী কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।এদিকে মরহুম জাহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

একই রকম খবর