স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী বাজারের আল আছর কম্পিউটার ও শাহতলী স্টেশনে রনি টেলিকম সেন্টারের দোকানে রাতের আধাঁরে দুর্ধর্ষ চুরি চুরির ঘটনা ঘটেছে।
গত ১৭ জুন (সোমবার) রাতে শাহতলী বাজারের আল আছর কম্পিউটার ও স্টেশনে রনি টেলিকম সেন্টারের দোকানের স্যাটারের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। দুটি দোকানে চোরের দল ৪০ হাজার টাকার মালামাল, ২টি মোবাইল, একটি ল্যাপটব, একটি ট্যাব ও নগত ৬ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে ।
শাহতলী বাজার ও শাহতলী স্টেশনের ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহ যাবৎ বাজারে চোরের উৎপাত বেড়ে গেছে। অল্পসময়ের মধ্য কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তবে বাজারের নাইট গার্ড থাকলেও তাদের কোন সাড়া নাই। নামকাস্থ নাইট গার্ড থাকলেও দায়িত্ব সঠিক ভাবে পালন না করায় চোরের উপদ্রব বৃদ্ধি হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ এর হরস্তক্ষে কামনা করেছে ব্যবসায়ীরা ।