শাহতলীতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি : চোর আটক

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী বাজার ব্যবসায়ী মোঃ জামাল মিজির বসতঘরে ২৮ তারিখ দিবাগত রাতে সিঁদ কেটে র্দুধষ চুরির ঘটনা ঘটেছে ।

জানা গেছে, চুরির করার সময় মিজি বাড়ির লোকজন ধাওয়া করলে জনৈক চোর মোঃ সজিব পানিতে পড়ে যায়। পরে স্থানীয় জনগন আটক চোর মো: সজিবকে আটক করে ৪নং শাহমাহমুদপুর ইউপিতে হস্তান্তর করে।

ইউনিয়ন পরিষদ থেকে চাঁদপুর মডেল থানাকে অবগত করলে আটক মোঃ সজিব, পিতা: মোঃ জাকির গাজী, থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুরকে আটক করে থানায় নিয়ে যায় । অপর চোর বড় শাহতলী গ্রামের নেকবর গাজীর ছেলে মোঃ সবুজ গাজী পালিয়ে যায়। তাদেরকে ছাড়িয়ে নেওয়া জন্য তাদের মা চাঁদপুর মডেল থানায় আসলে তাদের মাকেও পুলিশ ২৯ তারিখ রাতে আটক করে।

এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান স্বপন মাহমুদ ,স্থানীয় মেম্বার সফিক কারী চুরির ঘটনা কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন । এলাকায় পুলিশি অভিযান জোরদার করারও দাবী জানিয়েছেন ।

চাঁদপুর মডেল থানায় চোর আটকের খবর জানায় পরিষদের দপাদার মোঃ নুরুল ইসলাম ও গ্রাম পুলিশ মোঃ বাশার গাজী।

একই রকম খবর