শাহতলীতে হান্নান কারীর মা’র কুলখানি সম্পন্ন

স্টাফ রিপোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী কারী বাড়ি নিবাসী মোঃ ফজলুল হক কারীর স্ত্রী ও মোঃ হান্নান কারীর মা মরহুম ফাতেমা বেগমের কুলখানি অনুষ্ঠান ১২জুলাই (শুক্রবার) সকাল ৮টায় মরহুমের শাহতলীস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমার বাড়ীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,বাকিলা মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এ এফএম আমিন উল্যাহ, শাহতলী ছমির উদ্দিন কারী ওয়াকফ এষ্টেটের মোতওয়ালী আব্দুল বারেক কারী ,স্থানীয় বিএনপির নেতা আবুল হাশেম রুশদী ,শাহতলী কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াডের মেম্বার শফিক কারী, সাবেক ইউপি মেম্বার বিল্লাল হোসেন খান,৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক সরকার,৪নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি ফারুক কারী,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল কারী,স্থানীয় আওয়ামীলীগের নেতা সোহেল কারী ,আবুল কাসেম কারী,যুবদলের নেতা মজিব কারীসহ মুসল্লীগন।

উল্লেখ্য, মরহুম ফাতেমা বেগম গত ২১মে বিকাল ৪টা ৪৫মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন।

একই রকম খবর