চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অ|ভিযানে ৩০ পিস ইয়াবাসহ শাহতলীর মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২জুন চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন শাহমাহমুদপুর ইউনিয়নস্থ বড় শাহতলী রেলওয়ে ষ্টেশনের পিছনে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম খান (৩৪), পিতা- খোরশেদ আলম খান কীরন, মাতা- রাবেয়া বেগম, সাং- বড় শাহতলী, ৪নং ওয়ার্ড, গোপাল খান বাড়ী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর কে আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৩০ পিস সমৃদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।
চাঁদপুর মডেল থানা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,শাহতলীর মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম খানকে এর আগেও মাদকসহ একাধিবার আটক করা হয় । একাধিক মাদক আইনে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে ।