শাহতলী কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের নবীনবরণ ও ছবক প্রদান

মো: আব্দুল্লাহ শাকুর/মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১জুলাই) সোমবার সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, এ মাদরাসা একটি ঐতিহ্যবাহী মাদরাসা। এখানে শিক্ষার মান অনেক ভালো। তোমরা যারা নবীন তারা ভালো লেখাপড়া করে তা ধরে রাখতে হবে। ফলাফলের ওপর গুরুত্ব দিতে হবে। এমন কিছু করা যাবেনা যাতে মাদরাসার সুনাম নষ্ট হয়।

তিনি বলেন, আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির অবদানে আমাদের এলাকার শিক্ষা-প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই কামিল মাদরাসায় একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোদন দিয়েছেন। তাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মহোদয়কে।

এ সময় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, মাদরাসার বাংলা বিষয়ের প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারি শিক্ষক মাওলানা হাফেজ জহিরুল হক, সহকারি শিক্ষক ও মাদরাসা গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক ও মাদরাসা গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কামিল ২য় বর্ষের ছাত্র ও শাহতলী আদর্শ একাডেমির সহকারি শিক্ষক মো: আবদুল্লাহ শাকুর, নবীনদের মধ্যে বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের ছাত্র মো: রাশেদ হোসেন, মো: শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক আরবী মাওলানা কামাল হোসাইন, সহকারি শিক্ষক মো: রুস্তম খান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক এ.এন.এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক হাফেজ মো: জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের ছবক পাঠ করান ও দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মো: মহিবুল্লাহ ও ইসলামী সংগীত পরিবেশন করেন আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মো: সিয়াম মিজি।

একই রকম খবর