শাহতলী কামিল মাদরাসার কোরবানি পশুর চামড়া প্রকাশ্যে নিলামে বিক্রি

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিংয়ের জন্য প্রাপ্ত কোরবানি পশুর চামড়া প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

গত ২১জুলাই (বুধবার) রাত ৮টায় মাদরাসার অধ্যক্ষ্যের কার্যালয়ে প্রকাশ্যে ডাকের মাধ্যমে সব্বোর্চ দরদাতা হিসেবে চামড়া ব্যবসায়ী মো: রফিক খানের কাছে এ চামড়া বিক্রি করা হয়।

এসময় নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, কৃষি ব্যাংক কর্মকর্তা মো: আবু নওসুদ মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: নুরুল ইসলাম গাজী (নুর হোসেন), বাজার ব্যবসায়ী মো: আব্দুল আজিজ মিজি, অভিভাবক মো: ফজলুল করিম খান, সহ মাদরাসার গভনিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীগণ।

মাদরাসা থেকে জানা যায়, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মাদরাসার লিল্লাহ বোডিং এর জন্য মোট ২শত ১১পিছ কোরবানি পশু (গরুর) চামড়া পাওয়া যায়। প্রতিটি চামড়া নিলামে ৩শত ৪৫ টাকা করে বিক্রি করা হয়। ২শত ১১টি চামড়া মোট ৭২ হাজার ৭শত ৯৫ টাকা বিক্রি করা হয়েছে।

প্রকাশ্যে নিলামে মোট ৩জন চামড়া ব্যবসায়ী অংশগ্রহন করেন। এরমধ্যে সব্বোর্চ দরদাতা হিসেবে চামড়া ব্যবসায়ী মো: রফিক খানের কাছে প্রতিটি চামড়া ৩শত ৪৫টাকায় বিক্রি করা হয়।

এদিকে, শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিএ যারা কোরবানি পশুর চামড়া দান করেছেন তাদের মাদরাসার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

একই রকম খবর