শাহতলী কামিল মাদরাসার টিনসেড ঘর নিলামে বিক্রি

মো: রানা সরকার : মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতায় অনুমোদিত চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসার ৪(চার) তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের লক্ষ্যে সংশ্লিষ্ট স্থানে মাদরাসার পুরাতন টিনসেড ঘর ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে প্রকাশ্যে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মো: জাকির হোসেন তপাদার, মাদরাসার প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, শাহতলী আদর্শ একাডেমির সুপার মাওলানা গিয়াস উদ্দিন আযম, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান।

প্রকাশ্যে ডাকে মোট ৩(তিন) জন দরদাতা অংশগ্রহন করেন। তারা হলেন আব্দুল মান্নান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: লোকমান খান, মো: রাসেল। সব্বোর্চ দরদাতা হিসেবে মো: লোকমান খান এর কাছে বিশ হাজার টাকায় ঘর বিক্রি করা হয়।

একই রকম খবর