এম.এ.শাকুর : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ২০১৯ সনের দাখিল (এসএসসি) কেন্দ্রীয় পরীক্ষায় সুমাইয়া ও খাদিজা জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে।
জিপিএ ৫ (এ প্লাস) প্রাপ্ত মোসাম্মদ সুমাইয়া খাতুন শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন এর বড় মেয়ে। মাতা- নাছরিন বেগম। তিনি শাহতলী জিলানী চিশতী কলেজের গ্রন্থাগারিক হিসেবে কর্মরত। তার রোল নং ৩৫১৪০৭। সুমাইয়ার দাদার বাড়ি কুমিল্লা জেলায় হওয়া সত্যেও বাবা-মায়ের কর্মস্থলের সুবাদে তারা বর্তমানে শাহতলী গ্রামের বাসিন্দা।
অপর জিপিএ ৫ (এ প্লাস) প্রাপ্ত মোসাম্মদ খাদিজা আক্তার। পিতা আব্দুল খালেক গাজী। মাতা হাছিনা বেগম। রোল নং ৩৫১৪১৬। তার গ্রামের বাড়ী ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামে।
এই কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য তাদের দুজনের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
এদিকে কৃতি সুমাইয়া খাতুন ও খাদিজা আক্তার এক প্রতিক্রিয়ায় জানান, এ সাফল্যজনক কৃতিত্ব অর্জনের জন্য তারা মাদরাসা শিক্ষক মন্ডলি, পরিচালনা পরিষদ ও তাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তারা দুজনেই ভবিষ্যত এক একজন আদর্শবান আলেমা হয়ে দেশ ও জাতির সেবা করতে চান। এ জন্য তারা দুজনে সকলের নিকট দোয়া প্রার্থী।
উল্লেখ্য এবছর ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে মোট ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে এ + ২জন, এ ২৬ জন, এ- ২৩ জন, বি পায় ৮ জন, বাকি একজন এফ এবং অন্যজন সব গুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এর ফলে পাশ করেছে সর্বমোট ৫৯ জন। এবারের দাখিল পরীক্ষায় শাহতলী কামিল মাদরাসার পাশের হার ৯৯ শতাংশ।