শাহতলী কামিল মাদরাসার ফাজিল পরীক্ষায় শতভাগ পাশ

এম.এ.শাকুর : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এর ফল গতকাল প্রকাশিত হয়েছে।

উক্ত পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ফাজিল ৩য় বর্ষে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই বর্ষে’র ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই কৃতিত্বের সাথে পাশ করেন। এর মধ্যে এ ১জন, এ- ৯ জন, বি ২০জন, সি ১১ জন এবং ডি পায় ১জন।

এদিকে এক অভিনন্দন বার্তায় এই কৃতিত্বপুর্ন ফলাফল্যের জন্য কৃতি শিক্ষার্থী দের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন সহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য ১৭ই জুন সোমবার দুপুর সাড়ে বারোটায় ইসলামী বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে আজাদ লাভলু। এতে ফাজিল ২য় বর্ষে (অনিয়মিত) ৮৪.১৯ শতাংশ এবং ফাজিল ৩য় বর্ষে ৯৮.১০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাশ করেছে ৮৯.২০ শতাংশ শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে, ফাজিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট ৪ হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৭২২ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়াও ফাজিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী।

এদিকে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ৮৫১ জন। ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম খবর