এম.এ.শাকুর: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পাস (ডিগ্রী) ৩য় বর্ষ পরীক্ষা-২০১৮ এর ফল গতকাল ৩০ এপ্রিল বুধবার প্রকাশিত হয়।
উক্ত পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মাদরাসা সূত্রে জানা যায় ফাজিল পাস (ডিগ্রী) ৩য় বর্ষ পরীক্ষা-২০১৮ তে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে এ ৩ জন, এ- ১৪ জন, বি ২১ জন, সি ৯ জন, এবং ডি পায় ১ জন।
মোট ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই কৃতিত্বের সাথে পাশ করে। এরফলে শাহতলী কামিল মাদরাসা ফাযিল পরীক্ষায় শতভাগ পাশের ধারাবাহিকতা অব্যাহত থাকলো।
এদিকে এক অভিনন্দন বার্তায় এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থী দের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।