এম.এ.শাকুর : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ৩জন এ প্লাসসহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। মোট ৪২জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন কৃতিত্বের সাথে পাশ করেছে।
উক্ত কৃতকার্য মধ্যে এপ্লাস পেয়েছে ৩জন, এ পেয়েছে ১৯ জন, এ মাইনাস ৯জন, বি ৫জন, এবং সি পায় ৫জন। পাশের হার ৯৮%।
শাহতলী কামিল মাদরাসা থেকে এ প্লাস প্রাপ্ত তিন জন হলেন, হাফেজ মোঃ সাকিব হোসাইন। পিতা জালাল উদ্দিন, মাতা- তাছলিমা বেগম। গ্রাম মনোহরখাদী, সদর, চাঁদপুর। রোল নং- ১৬২৮০৪।
আয়েশা আক্তার। পিতা- আব্দুল বারেক মজুমদার, মাতা – সালেহা বেগম। গ্রাম- সকদী পাঁদগাও, পো: – আলগী পাঁচগাও, সদর, চাঁদপুর। রোল নং- ১৬২৭৭৬।
উম্মে ইয়াসমিন তানহা। পিতা- জালাল উদ্দিন, মাতা – তাছলিমা খানম গ্রাম- সকদী পাঁদগাও, পো: – আলগী পাঁচগাও, সদর, চাঁদপুর। রোল নং- ১৬২৭৭৮।
শাহতলী কামিল মাদ্রাসার ২০১৯ সালের আলিম পরীক্ষায় এই কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ, মাদরাসা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৩৩ জন।