শাহতলী কামিল মাদরাসায় শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় দোয়া

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসার আয়োজনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নাওয়াজের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, ১ম মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সহকারি শিক্ষক হাফেজ জহিরুল হক, সহকারি শিক্ষক রুস্তম খান, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক এ.এন.এম হেলাল উদ্দিন, সহকারি লাইব্রেরীয়ান আহসান হাবীব, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক হাফেজ মো: জাহাঙ্গীর খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালীম গাজী, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসাইন।

অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নাওয়াজের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

একই রকম খবর