মোঃ রানা সরকার :বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন ২০২২ সালের দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার ৪জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে ।
গতকাল ২৮নভেম্বর (সোমবার) সারাদেশে একযোগে দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়।
মাদরাসায় মোট ২৪জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন শিক্ষার্থী পাশ করেছে । পাশের হার ১০০% । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৫ জন , এ- গ্রেড পেয়েছে ৩জন, বি গ্রেড পেয়েছে ২জন এবং জিপিত্র-৫ পেয়েছে ৪জন ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-মো: আব্দুর রহমান, পিতা-শহীদ খান, গ্রাম-মৈশাদী, চাঁদপুর সদর, চাঁদপুর, মো: মাহমুদুল হাসান, পিতা- ওমর ফারুক, গ্রাম-ছোট শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, আজিজুর রহমান, পিতা-দেলোয়ার হোসেন, গ্রাম-হামানকর্দ্দি, চাঁদপুর সদর, চাঁদপুর, মিল্লাত এ মোস্তফা, পিতা-বিল্লাল হোসাইন, গ্রাম-ভাটেরগাঁও, চাঁদপুর সদর, চাঁদপুর।
এদিকে, মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ন ফলাফলের অর্জনের জন্য তাদের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ শিক্ষকবৃন্দ।