মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষায় ৩জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
৭ মে (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় থেকে এ বছর ভালো ফলাফল অর্জন হয়েছে। এটা শিক্ষকদের অবদান ও শিক্ষার্থীদের সাফল্য। এই ফলাফলে আমরা সন্তুষ্ট, ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে কোয়ালিটি সম্পন্ন ফলাফল অর্জন করতে পারে সেজন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। সেজন্য চেষ্টা করতে হবে। তোমরা আগামীতে যারা এসএসসি পরীক্ষার্থী তারা আরো ভালোভাবে চেষ্টা করতে হবে। ধন্যবাদ জানাই তাদের যারা বিদ্যালয়কে ভালো ফলাফল উপহার দিয়েছে।
তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সংসদ্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে ধন্যবাদ জানাই একটি সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা উপহার দেওয়ার জন্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। ২০১৯সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: হারুন-অর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য ও জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি লাইব্রেরিয়ান মো: রবিউল আউয়াল খান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল।