মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত অরবিস ইন্টারন্যাশনাল দাতা সংস্থার সহযোগিতায় ও ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রজেক্ট (এনসিবিপি) এর আওতায় ২৫এপ্রিল (বৃহস্পতিবার) বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা, চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।
এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকের অফিসার ডা: হানিফুর রহমান, প্রোগ্রাম সমন্বয়ক ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সাপ্লাই চেইন অফিসার মো: আল আমিন, চিকিৎসা সহায়তা করেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের রিফ্রেকশনিষ্ট মো: শরীফ হোসাইন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অফথ্যালনিক প্যারামেডিক মো: মাসুদুর রহমান।
এ কর্মসূচীর আওতায় অত্র বিদ্যালয়ের ৩শত ৫০জন শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ১শত জনকে বিনামূল্যে ঔষধ ও ৬০জনকে চশমার ব্যবস্থাপত্রসহ চশমা বিতরণ করা হয়।