শাহতলী জিলানী চিশতী উবির শিক্ষকদের সাথে মতবিনিময়

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়ন,বিদ্যালয়ে আসন্ন ভর্তি,আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষার ভালো ফলাফল অর্জন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান ও উপস্থিতি নিশ্চিতকরণ,শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিতসহ বেশ কিছু গুরুত্বপুর্ন বিষয়ে আলোকপাত করা হয় । এ সব বিষয়ে বিদ্যালয়ের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী শিক্ষকদের দিক নির্দেশনা দেন ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, নবাগত সহকারি শিক্ষক গণিত মো: সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আওয়াল খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো: সফিক কারী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।

একই রকম খবর