শাহতলী জিলানী চিশতী কলেজে সাউন্ড সিস্টেম স্থাপন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর ব্যক্তিগত তহবিল থেকে শ্রেনী কক্ষের জন্য সাউন্ড সিস্টেম হস্তান্তর করা হয়েছে।

১৬জুলাই (মঙ্গলবার) দুপুড় ১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আমি খুবই আনন্দিত বিগত কয়েক বছরের মধ্যে সর্ব্বোচ ভর্তি হয়েছে। এই প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য খুবই নিরাপদ। আমরা শৃঙ্খলা কমিটি করেছি। শিক্ষার্থীদের সমস্যা হলে শৃঙ্খলা কমিটিকে জানাবে। শৃঙ্খলা কমিটি অধ্যক্ষের রিপোর্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। এ প্রতিষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিং এর ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। মেয়েদের কলেজে আসা-যাওয়া করতে কোন অসুবিধা হলে আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করব। আমি মিডিয়ার লোক হওয়াতে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে সুবিধা।

তিনি আরও বলেন, আমাদের প্রতিটি বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক রয়েছে। নিয়মিত ক্লাস করলে সকল শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করবে। তোমরা ভাগ্যবান বছরের শুরুতে নতুন ভবনে ক্লাস করতে পারছ। এটি আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সহায়তায় পেয়েছি। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের নিকট শিক্ষার্থীদের জন্য সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, কৃষি শিক্ষা বিষয়ের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারি অধ্যাপক শামীমা আক্তার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নূরুল বাতেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, জীব বিজ্ঞান বিষয়ের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হানিফ মিয়া,

হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হাবিবুর রহমান, রসায়ন বিষয়ের প্রভাষক মাহবুবুর রহমান, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ের প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর