মোঃ রানা সরকার : কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ২০১৯সালের এইচ.এস.সি পরীক্ষায় গতকাল ১৭জুলাই (বুধবার) প্রকাশিত ফলাফল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
মোট ১২৩জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬৮ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে। পাশের হার ৫৫.২৮%। এর মধ্যে এ ৫জন, এ-৭জন, বি ১২জন, সি ৪২জন ও ডি গ্রেড পেয়েছে ২জন।
এদিকে এইচ.এসসি পরীক্ষায় উত্তীর্ন সকল শিক্ষার্থীদের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।