শাহতলী জিলানী চিশতী কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মোঃ রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া।

প্রধান অতিথি চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়া তার বক্তব্যে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত এখানে আসতে পেরে। এতা সুন্দর শিক্ষার পরিবেশ দেখে আমি অভিভূত। মূলত সরকার আমাদের মৌলিক অধিকারগুলোর প্রতি জোড় দিচ্ছে এবং মৌলিক চাহিদা গুলো পূরন করছে। আমরা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকল ক্ষেত্রে অগ্রসরমান। তিনটি অতিরিক্ত মানদন্ডের উপর ভিত্তি করে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকি বিদ্যালয়ের ক্লাস আওয়ার বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষা পদ্ধতির পরিবর্তন এসেছে। সর্বশেষ ২৫টি মেথডে শিক্ষা দেওয়া হচ্ছে। খেলাধূলার মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া, গ্রুপ ইত্যাদি শিখা যায়।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অত্যাবশ্যকীয় সেবা সমূহ দেওয়া হচ্ছে। বিদ্যুতের উন্নয়নে সরকার গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে। সম্পদ ও জ্ঞান এই দুইটির জন্য মানুষের সংগ্রাম। তরুনরাই সমাজ ও দেশ পরিবর্তনের কান্ডারী। জ্ঞান সম্পদ অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে। আর বিবেক সেটা ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে আলাদা। কিছু মানুষ সমাজের জন্য সম্পদ, আর কিছু মানুষ সমাজের জন্য বোঝা। আমরা চাই তোমরা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিনত হও।

অনুষ্ঠানে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদ ও কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদ পারভেজ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আমি বিভিন্ন স্কুল, কলেজে ক্লাশ নেই। আমরা যারা এখন এ পর্যায়ে আছি আশা করি তোমরা তার চেয়ে ভালো অবস্থানে যাবে। তোমাদের প্রজন্ম ভালো ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলবে। আর সেটা তৈরি করা আমাদের দায়িত্ব। তোমরাই ভবিষ্যতের কান্ডারী। যে যেই লক্ষ স্থির করবে, সে সেই লক্ষ অনুযায়ী নিজেকে গড়ে তোলবে।

তিনি বলেন, তোমাদের মাঝে যে সম্ভাবনা আছে তা জাগ্রত করতে হবে। সমাজ থেকে মাদক ও বাল্য বিবাহ দূর করতে হবে। খেলাধূলা মানুষকে চরিত্র গঠন ও মাদক থেকে দূরে রাখে। খেলাধূলা পড়ালেখার মতই গুরুত্বপূর্ন। নেতৃত্ব বিকাশ ও সিদ্ধান্ত গ্রহনে খেলাধূলার অনস্বিকার্য। শৃঙ্খলাবোধ সিদ্ধান্ত গ্রহন ইত্যাদি খেলাধূলা থেকে শিখা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। তিনি তার বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানটি আমার একটি ভালো লাগার জায়গা। আমি পূর্বেও কয়েকবার এসেছি। গ্রামের মধ্যে ৪তলা একটি ভবন, দেখে মনে হয় রাজপ্রাসাদ। এই প্রতিষ্ঠান একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানটি অবদান রাখছে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও ভালো করবে আশা রাখি। এতো সুন্দর আয়োজনের অংশীদার হতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি এ প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ১৯৭০ সালে এ কলেজ প্রতিষ্ঠিত করেন শিক্ষাবিধ আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। এ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির মাধ্যমে আমরা একটি আধুনিক ভবন পেয়েছি। এখানে শিক্ষার মান অনেক ভালো। প্রায় শতকরা আশি ভাগ শিক্ষার্থী মেয়ে। নারী শিক্ষার জন্য এ প্রতিষ্ঠান মাইলফলক। এ কলেজ প্রতিষ্ঠার কারনে এখানে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে নারীরা। ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহমুক্ত প্রতিষ্ঠান এ কলেজ। সরকার প্রাথমিক শিক্ষার প্রতি জোড় দিয়েছে। শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি অনুষ্ঠান ও জাতীয় দিবস যথাযথভাবে পালন করা হয়। এখানে শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। খেলাধূলা শিক্ষার একটি পাঠ। খেলাধূলা নিয়মিত চর্চা করলে শরীর ও মন ভালো থাকে। একজন শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি মানবিক গুনাবলী থাকতে হবে। আমাদের নিজেকে নিজে তৈরি করতে হবে। মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পড়ালেখার পাশাপাশি সহায়ক।

তিনি বলেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী একজন ডায়নামিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাটের যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে এবং একটা শৃংখলায় ফিরে আনা হয়েছে । সোস্যাল মিডিয়ায় ওনি সোচ্চার। চাঁদপুরে তিনি একজন মডেল অফিসার। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক স্যারও একজন দক্ষ অফিসার। তিনি আইসিটিতে অনেক দক্ষ ও ইনোগেটিভ। উনি একজন প্রো-একটিভ ব্যক্তি। ওনার সম্পর্কে যতটুকু জানি ওনি একজন জনবান্ধব অফিসার। সরকারে সকল প্রোগ্রাম আমরা যথাযথভাবে পালন করি।

স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ । অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ঠিকাদার মো: আবু তাহের ভূইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ও গভর্নিং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা,

প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক মো: মঞ্জুরুল আলম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের মেম্বার মো: সফিক কারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য আয়শা বেগম, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অনুষ্ঠানের উদ্বোধক চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদ পারভেজ চৌধুরী, অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, অনুষ্ঠানের সভাপতি ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

একই রকম খবর