শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময়

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন এবং আসন্ন একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের সভাকক্ষে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, কলেজে একটি নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। আইসিটি ল্যাব হয়েছে। এখন আর কোন অবকাঠামোগত সমস্যা নেই। মাননীয় শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি সহযোগিতায় অবশেষে আমাদের কলেজের অবকাঠামোগত সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে । এখন প্রয়োজন ভালো ভর্তি ও ভালো ফলাফল। কারন একটি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে ফলাফল। তাই পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে হবে। এ কলেজ অনেক সংগাম করে আজকে এই পর্যায় এসেছে। সংগ্রাম করেই সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের মধ্যে এটি একটি ঐতিহাসিক ও সদরের প্রথম বেসরকারি কলেজ। আগামী ৬মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। তাই একাদশ শ্রেনিতে ভর্তির জন্য এখন থেকেই কার্যক্রম শুরু করতে হবে। এখানকার শিক্ষকরা খুবই পরিশ্রমী। ভর্তির জন্য সকলেই স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। সকলে মিলে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, ভর্তির বিষয়ে শিক্ষকদের নিয়ে বেশ কটি উপকমিটি গঠন করা হবে । উক্ত কমিটি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাবে এবং প্রধান শিক্ষক –সহকারী শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কাউসিলিং করবে । অত্র কলেজে ভর্তির জন্য অভিভাবকদের অনুরোধ জানাবে ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হানিফ মিয়া, ইংরেজী বিষয়ের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আলেয়া চৌধূরী, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক শামীমা আক্তার,

সমাজকর্ম বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, জীব বিজ্ঞান বিভাগের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার,

ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: জিয়াউর রহমান, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, গণিত বিভাগের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মো: মাহবুবুর রহমান, উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, পৌরনীতি বিষয়ের প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন,

কলেজ মসজিদের ইমাম ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ফিরোজা বেগম, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: জাকির হোসেন গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: শফিক কারী, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালীমা আক্তার, অফিস সহকারি মো: রানা সরকার ও মো: মেহেদী হাসান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর

Leave a Comment