মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির এক সভা ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
সভায় কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভায় কলেজের আসন্ন একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে ব্যাপক আলাপ-আলোচনা করা হয় এবং ভর্তির ব্যাপারে শিক্ষক ও গভনির্ং বডির সমন্বয়ে বেশকটি উপ-কমিটি গঠন করা হয় । সভায় কলেজের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের জন্য বর্তমান সরকার ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় । এ ছাড়াও সভায় বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, সমাজকর্ম বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, কলেজ মসজিদের ইমাম ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: শফিক কারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: জাকির হোসেন গাজী।