শাহতলী মাদ্রাসার এতিমখানার চামড়া নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল (এম এ) মাদ্রাসার এতিমখানায় দানকৃত চামড়া প্রকাশ্যে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

বুধবার (২২ আগস্ট) বিকেলে এ উপলক্ষে শাহতলী কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার গভনিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হিসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসার গভনিং বডির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্যবক্তিবগ।

এসময় দানকৃত চামড়া প্রকাশ্যে ডাকের মাধ্যমে (সবোর্”চ দরদাতা) মাদরাসার লিল্লাহ বোডিং (এতিমখানার) জন্য গরুর চামড়া ১শ’ ৭১ টি প্রতিটি চামড়ার মূল্য ৮শ’ ১০ টাকা করে মোট ১লাখ ৩৮ হাজার ৫শ’ ১০ টাকা ।

ছাগলের চামড়া ৪৩ টি প্রতিটি চামড়ার মূল্য ১০ টাকা করে ৪শ’ ৩০ টাকা । সর্ব মোট বিক্রি ১লাখ ৩৮ হাজার ৯শ” ৪০ টাকা।

একই রকম খবর

Leave a Comment