স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ এমদাদ উল্যাহ’র ব্যবহিত মোবাইল ফোনটি চুরি হয়েছে।
গত ৩ জুন ( সোমবার) ভোর রাত শাহতলী রুশদী বাড়ীস্থ (ভাড়া) বাসা থেকে তার ব্যবহিত মোবাইল ফোন স্যামসেং গ্যালেক্সি জে-৬ গোল্ডেন কালার মোবাইল সেটটি চুরি হয়। যাহার মডেল নং JI20GZDDBNG|
মোবাইল ফোনটি দ্রæত উদ্ধার করার জন্য চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নং ১৩০ তারিখ ০৩-০৬-২০১৯।
জানান গেছে, শাহতলী গ্রামে গত কয়েক দিনে অনেক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ এখনোও একটি মোবাঈরও উদ্বার করতে সক্ষম হননি । তাই জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ।