শাহমাহমুদপুরের আ’লীগ নেতা সামছুজ্জামান পাটওয়ারী কারাগারে

স্টাফ রিপোর্টার : আদালত অবমাননার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান পাটওয়ারীকে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচার বিভাগ।

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, এ বছরের গত ৬ জুন ঈদুল ফিতরের পরের দিন বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার কিছু যুবক ফুটবল খেলতে গেলে মাদক ও প্রেম ইস্যুতে প্রতিপক্ষসহ উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় উভয় পক্ষের লোক মারাত্মক আহত হয়েছে। এতে প্রথমে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান পাটওয়ারী বাদী হয়ে গত ৭ জুন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামের এমদাদ বেপারীর ছেলে রিয়াজ বেপারী, ছাদেক বেপারীর ছেলে টুটুল বেপারী, একই এলাকার মেহেদী বেপারী, মিজান মিজির ছেলে রাজু মিজি, আক্তার মিয়ার ছেলে এমরান মিয়াসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪।

পরবর্তীতে বিবাদী পক্ষের উপর পাল্টা হামলার অভিযোগে গুরুতর জখম হওয়া রিয়াজ বেপারীর পিতা এমদাদ বেপারী বাদী হয়ে সামছুজ্জামান পাটওয়ারীকে প্রধান ও আরো কয়েকজনকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এতে অন্যান্য আসামীরা জামিন পেলেও পর পর ৩টি হাজিরা না দেয়ায় অবশেষে গত ১ ডিসেম্বর রবিবার চতুর্থ হাজিরা দিতে গেলে আদালত অবমাননায় প্রধান আসামী সামছুজ্জামান পাটওয়ারীকে বিচার বিভাগ কারাদন্ডের নির্দেশ দিলে আটক করা হয়।

শামছুজ্জামান পাটওয়ারী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন।

একই রকম খবর