শাহমাহমুদপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মাসুদ হোসেন : বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বলে দিয়েছেন কমিটিতে যারা যোগ্য তারা থাকবেন। কিন্তু যারা মাদক, সন্ত্রাসের সাথে জড়িত, যারা অন্যদল থেকে এসেছেন এমনকি ২০০৮ সালের পরে যারা আওয়ামীলীগে এসেছেন তারা কোন নেতৃত্বে আসতে পারবেন না।

এছাড়া যারা যোগ্য আছেন, আওয়ামীলীগ করছেন তাদের ব্যাপারে সব দিক বিবেচনা করেই আমরা ঠিক করবো এবং আমার বিশ্বাস এ সংগঠনটি খুব ভালোভাবে চলবে।

শুক্রবার (২২ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউনিয়নের শাহাতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম দুলু মোল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা: জে আর ওয়াদুদ টিপু ।

তিনি বলেন, আওয়ামী লীগের কমিটিগুলো করার সময় আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ত্যাগী ও সৎ কর্মীদের নিয়ে দলটাকে গঠিত করতে। আমি অত্যন্ত আনন্দিত যে, উৎসব মূখর পরিবেশে এ সম্মেলনটা হচ্ছে। আজকের প্রার্থী কারা কারা তাদের দেখলেই বুঝা যায়। তাদের বিশাল বিশাল মিছিল এই সম্মেলনে এসেছে। সুতরাং সেগুলিও সব বিবেচনা করবো। এবং সর্বোপরি চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ ডা: দীপু মনির সাথে বসে, আলাপ আলোচনা করে আপনাদের যোগ্য নেতৃত্বকে ঠিক করে দিবো। যাতে আপনারা সামনের দিনগুলিতে সুন্দরভাবে রাজনীতি করতে পারেন। আপনারা এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে।কারন ইতিমধ্যে পেঁয়াজ ও লবনের দাম বাড়ানো, সন্ত্রাসের সাথে জড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলছেন। তারা বিএনপি জামায়াতের সাথে যুক্ত হয়ে এ কাছ করছেন।

অনুষ্ঠানকে সফল করার জন্য সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতেই শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহাজান হাওলার সাজু।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইউব আলী বেপারী, চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান সবুজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত মোঃ রেদওয়ান।

সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক এ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, সদর উপজেলা যুবলীগের আয়হ্বায়ক এডভোকেট হুমায়ন কবির সুমন, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির খান, সহ সহ সভাপতি জসিম উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক বাসু দেব বর্ধন, মোঃ হানিফ মিজি, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাষ্টার, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম তুষার, ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ বেগম, সাধারন সম্পাদক ফিরোজা বেগম সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁদপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আঃ আজিজ খান বাদলের পরিচালনায় ৮জন সভাপতি এবং ৪ জন সাধারন সম্পাদক প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এর মধ্যে সভাপতি প্রার্থী আবুল কাশেম দুলু মোল্লা, কামাল হোসেন খান লালু, ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, খোরশেদ আলম খোকা, শহিদুল হক মাহফুজ, জসিম উদ্দিন বেপারী, মিজানুর রহমান ও হুমায়ুন কবির খান। সাধারন সম্পাদক প্রার্থী হচ্ছেন মোঃ কামাল হাজী, মোঃ হানিফ মিজি, আব্দুল হান্নান খান মিলন ও আকতার হোসেন পাটওয়ারী।

একই রকম খবর