শাহমাহমুদপুরে আ’লীগের সাধারণ সম্পাদক পদে কামাল হাজীকে চায় তৃনমূল

চাঁদপুর খবর রির্পোট : বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে তৃনমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতা নির্বাচিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেত্রীর এই নির্দেশের পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্মেলনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চলছে নেতা নির্বাচনের মহা উৎসব। চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বেশ গুরুত্বপূর্ণ ইউনিট।

এই ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীর ছড়াছড়ি থাকলেও বেশ আলোচ্য ও তুমুল প্রতিদ্বন্দ্বী সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ কামাল হাজী অন্যতম। তিনি প্রায় ৩ দশক যাবত ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের অন্যতম সংগঠক। ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পর দীর্ঘ বহু বছর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

কামাল হাজী বহু বছর যাবত জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় ও সু-সম্পর্ক রেখে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসনের সহযোগী হিসেবে এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে আসছেন। তার মধ্যে- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, ৩৩নং মহামায়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ইউনিয়নের লোধেরগাঁও পপুলার মডেল কিন্ডারগার্টেন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি গ্রামীণ জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য সচিব, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক ও সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

কামাল হাজী বিগত কয়েক দফা জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী তথা নৌকার বিজয় নিশ্চিত করনে তিনি যোগ্যতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। যার কারনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি থেকে শুরু করে, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কাছে বেশ পরিচিত পান। তিনি জানান, উপজেলা আওয়ামীলীগ আর তৃনমূলের নেতা কর্মীরাই আমার শক্তি।

যদি তাদের বিবেচনায় আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগকে আরো সু-সংগঠিত ও শক্তিশালী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি সকলে দোয়া ও সমর্থন কামনা করছেন।

একই রকম খবর