শাহমাহমুদপুর ইউনিয়নে বাজেট ঘোষনা

ইব্রাহীম খান ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থবছরে বাজেট ঘোষনা করা হয়েছে। (১৬ মে )বুধবার বেলা ১১টায় ইউপি চলতি বছরের এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। এ বছর শাহমাহমুদপুরে ১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২ শত ৯১ টাকা বাজের ঘোষনা করা হয়।
৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ মঈনুল হাসান । প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ মঈনুল হাসান তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকার বিভাগের সবচাইতে শক্তিশালী হচ্ছে ইউনিয়ন পরিষদ । ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য বর্তমান সরকার ব্যাপক হারে কাজ করছে। সরকার উন্নয়নের চিত্রগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃনমূল পর্যায়ের জনগনের কাছে তুলে ধরার জন্য সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করছে। এ জন্য ইউনিয়ন পরিষদকে ডিজিটাল কারার জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক সামগ্রী দিয়ে আসছে। তথ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন সেবা ইউনিয়ন পরিষদের মাধমে গ্রাম পর্যায়ের মানুষকে সরকার সেবা দিয়ে আসছে।
তিনি বলেন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান যে ভাবে স্বচ্ছ ও সুন্দর ভাবে কাজ করছে, তার জন্য প্রশাসনের সর্বস্তরের ব্যাপক প্রসংশিত হচ্ছে। শাহমাহমুদপুর ইউনিয়ন ইতিমধ্যে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে রুপান্তরীত হয়েছে। চাঁদপুর জেলার মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সরকারের উন্নয়নের চিত্রগুলো প্রতিনিয়ত জনসমুখে তুলে ধরতে হবে।
তিনি স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করার জন্য নিয়মিত কর আদায় করতে হবে। নিয়মিত কর আদায় করলে ইউনিয়ন পরিষদের পাশা-পাশি দেশের ও অনেক উন্নয়ন হবে। অর্থনৈতিক ভাবে দেশ স্বাবলম্বী হবে। শতভাগ কর আদায়ের জন্য ইউপি চেয়ারম্যানকে জোড়ালো ভাবে প্রদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকারের ইউনিয়ন পরিষদে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের সার্বিক ভাবে সহযোগীতা করতে হবে। তিনি তার বক্তব্যে বলেন,আমরা নিজের গ্রাম নিজের ইউনিয়নকে কত ভালোবাসি তা এই ইউনিয়নকে দেখলেই বুঝা যায়।আজকের এই ইউনিয়নের পরিবেশ দেখে আমি সত্যিই অভিভূত।এখানে আজকে অনেকে উপস্থিত হয়েছেন বাজেট সম্পূর্কে একটু ধারনা নেওয়ার জন্য।আমাদের দেশ ও কিন্তু প্রতিবছর একটি বাজেট ঘোষনা করা হয় এবং সেই অনুযায়ী আগামী একটি বছর সরকারের কর্ম পরিচালিত হয়।ইউনিয়ন পরিষদ একটি সুনামধন্য প্রতিষ্ঠান।বিশেষ করে এই ইউনিয়নটি অন্যান্য ইউনিয়ন থেকে অনেক আলাদা।এই ইউনিয়নের কার্যক্রম দেখে মনে হলো এটি শাহমাহমুদপুর একটি মডেল ইউনিয়ন । জেলার মধ্যে অন্যতম সেরা মডেল ইউনিয়ন হবে এটি ।কাজেই আমি আশাকরি আপনারা সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে বাজেট বাস্তবায়নে কাজ করে যাবেন।আর এভাবে আমরা যে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলেই এই দেশটি একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিনত হবে।বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এস এম শাহরিয়ার রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । বিশেষ অতিথির বক্তব্যে ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এস এম শাহরিয়ার রহমান বলেন,যেকোন কাজের জন্য পূর্ব থেকেই একটি পরিকল্পনা থাকা প্রয়োজন।তাহলে সেই পরিকল্পনা অনুযায়ি কাজটি সম্পন করা সম্ভব।ঠিক তেমনি ভাবে একটি ইউনিয়নকে আগামি একটি বছর পরিচালনার জন্য বাজেটের গুরুত্ব অনেক। শাহমাহমুদপুর ইউনিয়ন ভালো কাজ করছে । বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন,এই ইউনিয়নের সেবার মান অন্য যেকোন ইউনিয়নের তুলনায় অনেক ভালো।বিশেষ করে এই পরিষদের সবাই অত্যন্ত দায়িত্বশীল ।বিশেষ করে নাগরিকগণের সকল ক্ষেত্রে ই-সেবা চালু করা হয়েছে । এই ইউনিয়নটি শিক্ষা-দিক্ষা ও সাংস্কৃতিতে অনেক এগিয়ে রয়েছে ।শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহমাহমুদপুর জেলার মধ্যে অনেক এগিয়ে । তাই শিক্ষা ,স্বাস্থ্য ও যোগাযোগে বাজেট বাড়ানোর জন্য অনুরোধ রাখছি ।
ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু, সাধারণ সম্পাদক আঃ হান্নান খান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব বর্ধন, সমাজ সেবক ও রাজনীতিবিদ কামাল মিজি, শফিক কবিরাজ, শরিফ পাটওয়ারী, মনির পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সচিব সহকারী আবুল হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার নাজির হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ হাওলাদার, ৩নং ওয়ার্ড মেম্বার মনির পাটওয়ারী, ৪নং ওয়ার্ড মেম্বার শফিক কারী, ৫নং ওয়ার্ড মেম্বার মোস্তফা খান, ৬নং ওয়ার্ড মেম্বার কাজী কামাল, ৭নং ওয়ার্ড মেম্বার মুক্তার হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড মেম্বার আবু তাহের খোকা, সংরক্ষিত মহিলা মেম্বার ফিরোজা বেগম, বিলকিস আক্তার, পারুল বেগম, নারী নেত্রী জেসমিন আক্তারসহ শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের লোক বাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ মঈনুল হাসান , ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এস এম শাহরিয়ার রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট তুলে দেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ ইউপি সদস্যগণ ।

একই রকম খবর

Leave a Comment