মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত সাধারন সম্পাদক মো. কামাল হাজীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও মহামায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে সকল শিক্ষক মন্ডলী বিদ্যালয় অফিস কক্ষে মো. কামাল হাজীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিন বিকেলে ইউনিয়নের মহামায়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের অংশগ্রহণে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রাধা কুঞ্জ দত্ত, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহাজান হাওলাদার সাজু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ মিন্টু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও লোধেরগাঁও গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে কামাল হাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সমিতির সভাপতি মো. নুরুদ্দিন বেপারী, সহ সভাপতি রাছেল মিয়া, সম্পাদক মো. হানিফ কালা চাঁন, সদস্য মো. আ: মান্নান, মো. আক্কাছ ও মো. জলিল প্রমূখ।