মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ এর রোগ মুক্তি কামনায় ইউনিয়নের সকল জামে মসজিদে বিশেষ দোয়া, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামাল হাজীর সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিজয় দিবসের প্রস্তুতি সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন দেশে আগামী ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বাংলাদেশ অকার্যকর, ব্যর্থ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হতো। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয়, শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব ডা: দীপু মনির হাতকে শক্তিশালী করতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।
এছাড়াও শাহমাহমুদপুর ইউনিয়নে আগামী দিনের আওয়ামী সংগঠনকে সকল নেতৃবৃন্দ এক হয়ে কাজ করে আরো সুসংঘটিত করতে উপস্থিত সকলকে অনুরোধ করেন।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মাষ্টার, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ আলম, ৪নং ওয়ার্ড সভাপতি সোহেল ক্বারী, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর, ৬নং ওয়ার্ড সভাপতি মঞ্জিল হোসেন পাটওয়ারী, ৭নং ওয়ার্ড সাধারন সম্পাদক শেখ ফরিদ মিন্টু, ৯নং ওয়ার্ড সভাপতি আবু তাহের পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, আওয়ামীলীগ নেতা আক্তার বেপারী।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খোকন কাজী, মোঃ শাহাদাত মিজি, মিন্টু খান, শাহাজান ঢালী, কামরুল খান, শহীদুর রহমান মুন্সি ,আলমগীর খান, জিয়া তপাদার, আরশাদ তপাদার, শাখাওয়াত পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।