মো: রানা সরকার: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুরকে-২-১ গোলে হারিয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
৬ সেপ্টেম্ব বৃহস্পতিবার বিকাল ৩টায় সাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামালউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মো: রবিউল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আল মামুন পাটওয়ারী।
এ সময় খেলায় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বিল্লাল মাষ্টার ,চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: আবুল কাশেম দুলু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: হান্নান খান মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম.এ কুদ্দুছ রোকন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফিরোজা বেগম, বিলকিছ বেগম, পারুল আক্তার, সদস্য মো: মোস্তফা খান, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন তপদার , শাহমাহমুদপুরের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, শাহমাহমুদপুরের ওয়ার্ড সদস্য নাজির হোসেন, আবু সাঈদ হাওলাদার, মনিরুজ্জামান পাটওয়ারী, শফিক কারী, মোস্তফা খান, কাজী কামাল, মুক্তার হোসেন, কামরুল ইসলাম, খোকা পাটওয়ারী, মহিলা সদস্য ফিরোজা বেগম, বিলকিম আক্তার, পারুল আক্তার, রামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি ব্গেম, মাকসুদা বেগম, আনোয়ারা বেগম, ওয়ার্ড সদস্য ফখরুল পাটওয়ারী, সায়েদ পাটওয়ারী, বারেক হোসেন, হাফেজ আবু তাহের, আবদুল খালেক খান, মমিন হক পাটওয়ারী, রিপন পাটওয়ারী, বিশু মজুমদার, আনোয়ার আলম আনু প্রমুখ।
এসময় খেলায় কয়েকশত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় শাহমাহমুদপুরের পক্ষে গোল করেন রাব্বি পাটওয়ারী, রিয়াদ হোসেন, রামপুরের পক্ষে এক মাত্র গোল করেন জাহিদ হোসেন ফয়সাল।
জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুনামেন্ট অনূর্ধ্ব-১৭ খেলায় অংশগ্রহন করে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বনাম রামপুর ইউনিয়ন।
খেলায় রামপুর ইউনিয়নেকে ২-১ গোলে হারিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন জয়লাভ করে। শাহমাহমুদপুর ইউনিয়ন অর্জন করে ২ গোল ও রামপুর ইউনিয়ন অর্জন করে ১ গোল। খেলায় রেপারির দায়িত্ব পালন করেন চাঁদপুর ক্রীড়া সংস্থার রেপারি সেলিম আহম্মেদ টুনু।
উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট খেলা শেষে চ্যাম্পিয়ান দল ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের খেলোয়ারদের ও রানার্সআপ রামপুর ইউনিয়ন দলের খেলোয়ারদের জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার পক্ষে ক্রেস্ট তুলে দেন বিশেষ অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আল মামুন পাটওয়ারী ও অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামালউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।